সারেঙ্গার মহাপাত্র বাড়িতে লক্ষ্মী পুজো
:—–সাধন মন্ডল , বাঁকুড়া:—ছোট সারেঙ্গার মহাপাত্র বাড়িতে ধুমধাম এর সঙ্গে কোজাগরী লক্ষীপুজো অনুষ্ঠিত হলো। এই লক্ষ্মীপূজোর পুরো কর্মটাই নিজ হাতে পালন করেন বাড়ির মেয়ে চৈতালি মহাপাত্র। তিনি একজন পেশায় শিক্ষিকা। তিনি সমস্ত কিছুই নিজের হাতে করতেই ভালোবাসেন। বাড়ির বিভিন্ন পূজোতে নতুন নতুন থিম তৈরি করেন আজ ছিল কোজাগরি লক্ষী পূজা সেই উপলক্ষে নিজ হাতে বাড়ির লক্ষ্মীপুজোর নৈবেদ্য থেকে শুরু করে আলপনা দেওয়া , প্রতিমা সাজানো,পান সাজানো, বা মন্ডপ শয্যায় নৈপুণ্য দেখিয়েছেন চৈতালি দেবী। পানের পাতার উপর লেবু ও বেদানা দিয়ে ও শিউলি ফুল দিয়ে খুব সুন্দর লক্ষী মায়ের পায়ের ছাপ তৈরি করেছেন। গাঁদা ফুল দিয়ে লক্ষীর বাহন পেঁচা তৈরি করেছেন যা উপস্থিত দর্শনার্থীদের আকর্ষণীয় করে তুলেছে। এই প্রসঙ্গে চৈতালি দেবী বলেন ছোটখাটো প্রতিটি পুজোই আমাদের বাড়িতে হয়ে থাকে আমরা সপরিবারে সেগুলো যথাসাধ্য সুন্দরভাবে করার চেষ্টা করি। কয়েক বছর ধরেই রাঢ় বাংলার লৌকিক দেবী ভাদু পুজো ধুমধাম এর সঙ্গে আমরা উদযাপন করে আসছি। যা এলাকায় সাড়া ফেলেছে।