সারেঙ্গার রঘুনাথপুর গ্রামে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির:
— সাধন মন্ডল, বাঁকুড়া:—–জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের রঘুনাথপুর গ্রাম্য ষোল আনার উদ্যোগে প্রথম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানে ১৩ জন মহিলা সহ মোট ৫৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন এই গ্রামে এই প্রথম এই ধরনের সমাজ সেবামূলক অনুষ্ঠান গ্রাম্য ষোল আনার পক্ষ থেকে করা হয়। যা এলাকায় সাড়া ফেলেছে। বিশেষ করে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো যেখানে রক্তদানে ছেলেরাই এগিয়ে আসতে সাহস পায় না সেখানে এই প্রত্যন্ত গ্রামের মেয়েরা প্রথম সারিতে এগিয়ে এসে দেখিয়ে দিল আমরাও কোন অংশে কম যাই না। এদিনের এই উপস্থিত ছিলেন জেলার অন্যতম রক্তদাতা তথা বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি পার্থপ্রতিম মজুমদার। তিনি তার ৯৮তম রক্তদানটি এই রঘুনাথপুর গ্রাম্য ষোল আনার উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্ত দান করলেন ।এদিনের এই শিবিরে মহিলাদের মধ্যে সঙ্গীতা সনগিরি, শম্পা সনগিরীরা বলেন আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম ছোটবেলা থেকেই ভাবতাম রক্তদান করব কিন্তু সেভাবে কোন প্লাটফর্ম খুঁজে পাইনি। গ্রাম্য ষোল আনার উদ্যোগে এই শিবিরটি হওয়ায় আমরা অত্যন্ত খুশি আগামী দিনে বছরে দুবার এই ধরনের রক্তদান শিবির আমরা আমাদের গ্রামে সংগঠিত করব বলে স্থির করেছি আমরা মানুষকে বোঝাতে পেরেছি যে রক্তদান করা কোনো খারাপ জিনিস নয়। রক্তদান করলে যেমন একটি প্রাণ বাঁচে তেমনি নিজের শরীরের রক্তটিও পরিষ্কার হয়। এই বার্তাটি গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। গ্রাম্য ষোলআনার পক্ষে উজ্জ্বল ত্রিপাঠী ,উদয় ত্রিপাঠীরা বলেন গ্রামের মহিলারা যেভাবে এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা অভিভূত। আমরা নারী শক্তিকে প্রণাম জানাই।