সারেঙ্গায় দুয়ারে সরকার কর্মসূচি

Spread the love

সাধন মন্ডল,

পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে পয়লা নভেম্বর থেকে। সারা রাজ্যের সাথে সারেঙ্গা ব্লকেও এই কাজ চলছে যথা নিয়মে। সারেঙ্গা ব্লকের চিল তোড় গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় অনুষ্ঠিত হলো স্থানীয় চাকনাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সকালে সেভাবে ভিড় না থাকলেও দুপুরে ভিড় লক্ষ্য করা যায়, চিলতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু মুর্মু প্রতিটি বিভাগে ঘুরে ঘুরে কাজের তদারকি করেন ও উপভোক্তাদের সমস্ত রকম সহযোগিতা করেন তাছাড়া তার সহকর্মীদের নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি আরো বলেন এবারের শিবিরে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে খাদ্য সাথী ও বিদ্যু ৎ বিভাগে ভিড় লক্ষ্য করা গেছে অন্যান্য বিভাগে সেরকম ভিড় লক্ষ করা যায়নি ।আসলে বারবার শিবির হওয়ায় মানুষ প্রতিটি প্রকল্পে সুবিধা পেয়ে চলেছেন। সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন পয়লা নভেম্বর থেকে আমাদের ব্লকে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। নিয়ম করে সারা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় শিবির গুলি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *