সাধন মন্ডল,
সারেঙ্গা ব্লক প্রশাসন ও সারেঙ্গা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সারেঙ্গা ব্লক এলাকায় ও বাজার এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে একটি পদযাত্রা বের হয়েছিল সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ের সামনে থেকে ।মিছিলটি সারেঙ্গা বাজার পরিক্রমা করে মানুষকে সচেতন করেন এবং মিছিল চলাকালীন বেশ কয়েকটি দোকানে হানা দেন সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য ও সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম যে সমস্ত দোকানে প্লাস্টিক ও থার্মোকল দেখেছেন তাদের সতর্ক করেছেন বলেও জানান বিডিও ফাহিম আলম ।তিনি আরো বলেন আগামী দিনে কড়া ব্যবস্থা নেওয়া হবে সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বলেন আমরা এর আগে এলাকার মানুষজন ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে একটি সচেতনতা শিবির করেছিলাম সেখানে এই বার্তা দেওয়া হয়েছিল এবার আজ মিছিল করে আরো একটি সচেতনতার বাতাদেওয়া হলো আগামী দিনে যে দোকানে পলিথিন ও থামোকল পাওয়া যাবে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।