সারেঙ্গায় সেফ ড্রাইভ সেভ লাইফ

Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সারেঙ্গা থানা পুলিশের পরিচালনায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সারেঙ্গার পিমোড়ে। এখানে সারেঙ্গা যুব গোষ্ঠী একটি পথনাটিকা ও কারভাঙা ঝুমুর গোষ্ঠীর হেলমেট বিহীন গাড়ি চালানো সম্বন্ধে দুটি ঝুমুর সঙ্গীত পরিবেশিত হয়। হেলমেট ছাড়া বাইক চালালে দুর্ঘটনার কবলে পড়লে কিভাবে একটি তরতাজা প্রাণ নষ্ট হয়ে যায় তা হাতে-কলমে উপস্থিত জনতার সামনে তুলে ধরেন সারেঙ্গা যুব গোষ্ঠীর কলাকুশলীরা ।পরে বক্তব্য রাখতে গিয়ে খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি বলেন পুলিশের জন্য নয় আপনার নিজের বাঁচার জন্য নিজের পরিবারের জন্য হেলমেট ছাড়া গাড়ি চালানো উচিত নয় এছাড়া আজকের এই সচেতনতা শিবির এ উপস্থিত ছিলেন সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য সহ পুলিশের আধিকারিক বৃন্দ সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মিশ্র ব্লক যুব সভাপতি কৃষ্ণেন্দু মাহাতো সহ বিশিষ্ট মানুষজন সারেঙ্গা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *