সাধন মন্ডল,
সারেঙ্গা ব্লকে বিজেপি ছাড়ার হিড়িক দেখা দিয়েছে। বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সদস্য সংখ্যা বেড়ে চলেছে। সারেঙ্গা ব্লকের গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খামানি গ্রামের প্রায় ৫৫ টি পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদকমণ্ডলীর সদস্য তারাশঙ্কর মহাপাত্র, অঞ্চল তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের যুব নেতা তোতন খিলাড়ি, প্রদীপ চৌধুরী, অমর লোহার, কৃষ্ণেন্দু মাহাতো প্রমূখ। তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে গ্রামের লক্ষণ মাহাতো, কার্তিক মাঝি, ভোলানাথ মাহাতরা বলেন বিজেপি শোষণ করার দল। আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে সাধারণ মানুষের দিনযাপনের নাভিশ্বাস দেখা দিয়েছে। তাই আমরা বিজেপি করতে চাইনা। উন্নয়ন ঘটাতে হলে তা পারেন একমাত্র মমতা ব্যানার্জির মা মাটি মানুষের সরকার আর তাই তৃণমূল কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। গ্রামে যোগ দান শিবিরে বিজেপি ছেড়ে আসা তৃণমূলে যোগ দেওয়া কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুব্রত মিশ্র ও তারাশঙ্কর মহাপাত্র।