সাধন মন্ডল,
সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের বাসুদেব পুর গ্রামে চাষীদের হাতে তুলে দেওয়া হল মুসুর বীজ ও ভিটামিন এবং কীটনাশক ওষুধ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা র করনের পক্ষ থেকে এই বীজ বিলি হয় ।উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতি ,কৃষি প্রযুক্তি সহায়ক অসিতেশ দত্ত, এবং আতমা প্রকল্পের প্রসূন বিশ্বাস প্রমুখ। বাসুদেবপুর গ্রামের ৫০ জনেরও বেশি চাষীর হাতে বীজ তুলে দিয়ে ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতি বলেন সরকারিভাবে বিভিন্ন এলাকায় ডাল শস্য চাষের উপর জোর দেওয়া হয়েছে। সারেঙ্গা ব্লকের বাসুদেবপুর গ্রামে ডালশস্য চাষ ভালো হয় এখানের মাটি ছোলা ও মসুর চাষের উপযোগী আমরা সেই জন্য এই এলাকাকে বেছে নিয়েছি এবারে তাই গ্রামে এসে গ্রামের মানুষের হাতে বীজ তুলে দিলাম ।মাটির সাথে মাটির মানুষের সাথে আমরা এক হয়ে কাজ করে চলেছি। কৃষি প্রযুক্তি সহায়ক অসিতেশ দত্ত বলেন আজ চাষীদের হাতে বীজ এবং ভিটামিন ও কীটনাশক ওষুধ তুলে দেওয়া হল ।উন্নত প্রথায় কিভাবে চাষ করা যায় তাও তাদের কাছে তুলে ধরা হলো ।গ্রামবাসী দুর্গাপদ মন্ডল, মাধব মন্ডল, নীলকান্ত মন্ডল, প্রভাকর মন্ডল রা বলেন বিগত দিনে আমরা সারেঙ্গা কৃষি বিভাগ থেকে বীজ নিয়ে আসতাম আজ সরকারিভাবে বাড়িতে বসেই বীজ পেলাম সাথে ভিটামিন ও কীটনাশক ওষুধ যা আমাদের আপ্লুত করেছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে আজ আমাদের গ্রামে এসে প্রকৃত চাষীদের হাতে বীজ তুলে দেওয়া হল। আমরা খুশি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগকে ।