সাধন মন্ডল,
সারেঙ্গা পঞ্চায়েত সমিতি ও সারেঙ্গা ব্লক প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে আজ ব্লক এলাকার বেশ কিছু অপুষ্টি জনিত শিশুর পরিবারকে নিয়ে একটি সচেতনতা শিবির হয়। সেখানে তাদের হাতে বিনামূল্যে মুরগি বাচ্চা তুলে দেওয়া হয়। মুরগি বাচ্চা তুলে দেন সারেঙ্গার বিডিও ফাহিম আলম উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সমিতির সভাপতি , প্রাক্তন সহ-সভাপতি শেখর রাউত সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন এলাকার সামগ্রিক উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি সুষ্ঠুভাবে রূপায়িত হচ্ছে আজ বেশ কিছু অপুষ্টিজনিত শিশুর পরিবারের হাতে তাদের আর্থিক উন্নয়নে ও মুরগির বাচ্চা গুলি বড় হলে তা বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন হবে তা থেকে কিছু পুষ্টি ছেলেমেয়েদের মুখে তুলে দিতে পারবেন। সারেঙ্গা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন এলাকার উন্নয়নে সদা সতর্ক হয়েছে বর্তমানে দুয়ারী সরকার শিবির চলছে সেখানে গিয়েও মানুষ তাদের প্রয়োজনীয় প্রকল্পগুলির সুযোগ নিচ্ছেন।