সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন
। সাধন মন্ডল বাঁকুড়া:——সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মঙ্গলবার সারেঙ্গা এম এস বিদ্যাপীঠ অডিটোরিয়াম হলে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রানীবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি ,রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু , তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়, সারেঙ্গা র বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ ঘোষ,ব্লক এলাকার ৬টি অঞ্চলের সভাপতিগণ সারেঙ্গা ব্লকের ৬ টি অঞ্চলের প্রধান গন, সমস্ত বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাবৃন্দ। জেলা পরিষদের সদস্য সদস্যাবৃন্দ , সমস্ত কর্মাধ্যক্ষ গণ সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র তৃণমূল নেতৃত্ব শান্তি সরেন ,শেখর রাউত সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র,সহ-সভাপতি অভিজিৎ বিশ্বাস, মহিলা নেত্রী মেরি সরদার সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব । তৃণমূল কংগ্রেস দল গঠনের সময়ের দলীয় বয়স্ক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।সকলকেই ফুল ও উত্তরীয় এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন সমস্ত মান-অভিমান ভুলে আমাদের কাজ করে যেতে হবে মনে রাখতে হবে এটা মা মাটি মানুষের সরকার যার মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে রয়েছেন। রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত বলেন আমাদের দলে যারা স্বচ্ছ ভাবে কাজ করবেন তারাই পুরস্কৃত হবেন। কোন নেতা যদি মনে করেন আমি এমনি এমনিতেই নেতা হয়ে গেছি তা কিন্তু ঠিক নয় বুথ স্তরের কর্মীরাই আমাদের নেতা করেছেন। তাদের সম্মান দিতে হবে। রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় বলেন মুর্মু বলেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের মানুষ মা মাটি মানুষের সরকার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প গুলি সুবিধা ভোগ করছেন। দিদি কোনরকম রাজনীতি করেননি সমস্ত রাজনৈতিক দলের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষরা সরকারি পরিষেবা গুলি যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল,বিনা পয়সায় চাল বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ সাত টিরও বেশি প্রকল্প চলছে। আমাদের মনে রাখতে হবে আমরা এখানে কেউ নেতা বা নেত্রী নই আমাদের একটাই নেতা একটাই নেত্রী তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ধর্মীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন কোন রকম মতবিরোধ নয় আসুন সকলে মিলে হাতে হাত মিলিয়ে একসাথে উন্নয়নের কাজ করে যাই।