সারেঙ্গা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এক বছর আগে (অবৈতনিক) বিবেকানন্দ কোচিং সেন্টার শুরু হয়েছে। প্রতি রবিবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করে। আজ এই কোচিং সেন্টারের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।আজ১১০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। সকলকে খাতা কলম দেওয়া হল এবং একটি করে রাজভোগ খাওয়ানো হল বলে সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দ জি মহারাজ আমাদের জানালেন। তিনি আরো বলেন সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সারা বছর ধরে নানান রকম সমাজসেবা মূলক কাজ করে থাকে। এছাড়া এবারের বিশেষ আকর্ষণ ছিল আশ্রমে দুর্গাপুজো এই প্রথম আশ্রমে দূর্গা পূজা অনুষ্ঠিত হলো যেখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছিল। এলাকার মানুষের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার ছিল বিজয়া সম্মেলন অনুষ্ঠান এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ২ শতাধিক মানুষ হাজির হয়েছিলেন।।
সারেঙ্গা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের কোচিং সেন্টারের বর্ষপূর্তি
