সারের সরবরাহ নিয়ে নবান্নে বৈঠক করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার নবান্নে রাজ্যের কৃষি ক্ষেত্রে চলতি খরিফ মরসুম ও আগামী রবি ২০২৪-২৫ মরসুমে সারের সরবরাহ সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষি বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা ও বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি সার সরবরাহকারী সংস্থার আধিকারিকরাও ছিলেন। জেলার আধিকারিকরাও ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন।পরবর্তী পর্যায়ে কৃষি যন্ত্রায়ণ, বাংলা শস্য বিমা, সি এম ও গ্রীভান্স এর নিষ্পত্তি নিয়েও পর্যালোচনা করা হয়।