সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন প্রকল্প
হাওড়া, ২২শে ফেব্রুয়ারি ২০২৫: রোটারি ক্লাব অফ বেলুড়-এর উদ্যোগে গ্লোবাল গ্রান্ট #২৫-৭২০৭৬ এর আওতায় উর্মিলা দেবী আগরওয়াল মেমোরিয়াল সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন প্রকল্প সফলভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৫-এ, হাওড়ার শিবপুর ভবানি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ সিঙ্গাপুর হার্টল্যান্ড এবং চিকিৎসা অংশীদার নারায়ণা হেলথ সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি জেলা গভর্নর রোটারিয়ান ডঃ কৃষ্ণানন্দু গুপ্ত, প্রাক্তন জেলা গভর্নর রোটারিয়ান রবি সেহগল, আহ্বায়ক রোটারিয়ান বিষ্ণুজি ধানধানিয়া, যুগ্ম আহ্বায়ক রোটারিয়ান তরুণ পাল, প্রধান দাতা রোটারিয়ান শ্রী বি.ডি. আগরওয়াল, ক্লাব সভাপতি রোটারিয়ান আনন্দ আগরওয়াল, প্রকল্প ব্যবস্থাপক অলোকপর্ণা ঘোষ এবং অন্যান্য সিনিয়র বোর্ড সদস্যরা।
এই মহতী উদ্যোগের মাধ্যমে কমপক্ষে ২,০০০ কিশোরীর জন্য ৪,০০০ ডোজ “সার্ভাভ্যাক” ভ্যাকসিন প্রদান করা হবে, যা সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রয়াত উর্মিলা দেবী আগরওয়ালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোটারিয়ান বি.ডি. আগরওয়ালের উদার অনুদানের মাধ্যমেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের বিপুল উৎসাহ দেখা যায়, বিশেষত অভিভাবকরা সচেতনতা অধিবেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ৯-১৪ বছর বয়সী ৫০০-রও বেশি ছাত্রী থাকা শিবপুর ভবানি বালিকা বিদ্যালয় এই স্বাস্থ্য উদ্যোগের উদ্বোধনের জন্য এক আদর্শ স্থান হিসেবে নির্বাচিত হয়।
এই উপলক্ষে রোটারি ক্লাব অফ বেলুড়-এর এক প্রতিনিধি বলেন,
“প্রয়াত উর্মিলা দেবী আগরওয়ালের স্মৃতিতে রোটারিয়ান বি.ডি. আগরওয়ালের মহৎ অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এটি কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এক উল্লেখযোগ্য প্রচেষ্টা। স্থানীয় মানুষের বিপুল সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে এবং আমরা সুস্বাস্থ্য প্রচারের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।”
রোটারি ক্লাব অফ বেলুড় সমস্ত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।