সালকিয়া-য় ছাতু বাবুর ঘাট অঞ্চলে অবস্থিত কালী মায়ের মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে মহাপুজো
আগামী ৮ এপ্রিল সোমবার চৈত্র মধু অমাবস্যা তিথিতে, সালকিয়া-য় ছাতু বাবুর ঘাটে দক্ষিণা কালী মায়ের মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে মহাপুজো। মন্দির প্রতিষ্ঠার চল্লিশ বছর পূর্তি উপলক্ষ্যে এবার মহা ধূমধামে দিনভর চলবে পুজো এবং জনসেবা। মন্দিরের প্রতিষ্ঠাতা এবং সেবাইত অষ্টম কুমার চক্রবর্তী কালী মায়ের ভক্তদের আমন্ত্রণ জানালেন সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে।
কালী মায়ের আরও এক ভক্ত এবং জ্যোতিষী ড. নীলাদ্রী নারায়ণ বসু সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই দিন অর্থাৎ ৮ এপ্রিল সোমবার ভোর ৫টা থেকে মায়ের মঙ্গল আরতি দিয়ে শুরু করে, ভক্তদের কল্যানে চলবে বৈদিক হোমযজ্ঞ। এরপর প্রভাতি সংগীত, চণ্ডীপাঠ, ভোগ আরতি, নর-নারায়ণ সেবা, ব্রাক্ষ্মণ বরণ, আলোচনা, পুষ্পাঞ্জলী, প্রসাদ বিতরন এবং পূজাপাঠ প্রভৃতির চলবে দিনভর।
যারা এই মহাপূজা এবং ভক্তমিলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান, তাদের ৮ এপ্রিল ছাতুবাবুর ঘাট অঞ্চলে অবস্থিত মন্দির প্রাঙ্গনে বিনা সংকোচে পৌঁছে যেতে অনুরোধ করেছেন সেবাইত অষ্টম কুমার চক্রবর্তী এবং এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা (জ্যোতিষী) ড. নীলাদ্রী নারায়ণ বসু।হাওড়া থেকে অটো কিংবা বাস ধরে সালকিয়া স্কুল রোড-এ রামসীতা মন্দির স্টপেজ-এ নামলেই ছাতুবাবুর ঘাট এবং ওখানেই অনুষ্ঠিত হবে এই মহাপুজো।