সালানপুরে কয়লা খনি সংগঠন বাড়ছে তৃণমূলের
কাজল মিত্র,
তৃণমূল কেকেএসসি শ্রমিক সংগঠনের পুনর্গঠনে এআইটিইউসি’র তিন শ্রমিক নেতা আইএনটিটিইউসি তে যোগদান করেন আজ। মঙ্গলবার ইসিএল সালানপুর এরিয়ার বনজেমারীমারি কলিয়ারি আইএনটিটিইউসি(কেকেএসসি) কয়লা শ্রমিক সংগঠনের ইউনিট কমিটি পুনর্গঠন উপলক্ষে তৃণমূল কংগ্রেস নেতা শশীভূষণ পান্ডের সভাপতিত্বে বনজেমারী কেকেএসসি শ্রমিক সংগঠন পূর্ণরূপে গঠন করা হয়,একই সময়ে এআইটিইউসি কর্মীরা ও সংগঠনের নেতৃবৃন্দ প্রকাশ পাসওয়ান, সর্বন সোনার এবং বাবু মন্ডল এআইটিইউসি ছেড়ে কয়লা শ্রমিক সংগঠনেরব পতাকা ধরে যোগদান করেন করেন।এআইটিইউসি সংগঠনের এই তিন সদস্যকে কে কেএসসি শ্রম সংস্থার অঞ্চল সচিব ডি বাবলু এবং তৃণমূল কংগ্রেস নেতা এস বিপান্ডে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সংস্থার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই বৈঠকে বানজেমারী আইএনটিটিইউসি (কেকেএসসি) কয়লা শ্রমিক সংগঠনের ইউনিট সভাপতি পিনাকী মুখোপাধ্যায়, প্রহ্লাদ সিং, উজ্জ্বল কর্মকার, তপ্পু বাউরি, ডি বি ডাব্লু এবং ধনঞ্জয় সিং সহ-সচিবের পদে মান্নু সিদ্ধিকি, বিজয় সিং ,ভরত গিরি ছিলেন।এদিন এই বৈঠকের মধ্যে দিয়ে সংগঠনের সাথে যুক্ত প্রকাশ পাসওয়ানকে ইউনিট সভাপতি ও সর্বন সোনার কে কোষাধ্যক্ষ করা হয়। তৃণমূল নেতা এসবি পান্ডে বলেন যে -‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি এবং ইসিএল সলানপুর এলাকার বিধায়ক বিধান উপাধ্যায় কয়লা শ্রমিকদের উত্থানের জন্য ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, এখন বেসরকারীকরণ দলটি কয়লা ঠেকানোর ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য লড়াই করছে খনিগুলি অব্যাহত রাখে এবং তা অবিরত থাকবে। কয়লা শ্রমিকরাও এখন সাথে আইএনটিটিইউসি (কেকেএসসি) কয়লা শ্রমিক সংস্থায় যোগদান শুরু করেছে, তৃণমূল তাদের বিশ্বাস ও বিশ্বাস ও অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত থাকবে’।