বেকার যুবকদের কাজের দাবিতে ডিভিসি সাব স্টেশন গেটের সামনে বিক্ষোভ
কাজল মিত্র
:- সালানপুর থানার কল্যানেশ্বরী এলাকায় ডি.ভি.সি সাব স্টেশন গেটের সামনে স্থানীয় বেকার যুবকদের কাজের দাবিতে
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায় ।
এদিন বিক্ষোভ কারীদের পক্ষ থেকে জানান যে ডি.ভি.সি সাব স্টেশনে জি.ই ইলেকট্রিক্যাল নামক এক প্রাইভেট কোম্পানি গত ৮মাস ধরে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওসুইচইয়ার্ড নির্মাণের কাজ শুরু করেছে।কিন্তুকোম্পানি কর্তৃপক্ষের উপর অভিযোগ যে তারা একজনও স্থানীয় ব্যাক্তিকে কাজ দেয়নি কিন্তু বহিরাগত শ্রমিক এনে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে।
যেখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত কলকারখানা স্থানীয় শ্রমিকদের আগে নিয়োগ করা হবে সেখানে তার উল্টো টা করা হচ্ছে ।
এই বিষয়ে কল্যানেশ্বরী এলাকার তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিজয় সিং বলেন কোম্পানি কর্তৃপক্ষ কে সর্বপ্রথম স্থানীয় বেকার যুবকদের কাজ দিতে হবে।তা হলে ডি.ভি.সি সাবস্টেশন গেটের সামনে আমাদের বিক্ষোভ চলবে।
খবর পেয়ে জি.ই ইলেকট্রিক্যাল নামক প্রাইভেট কোম্পানির কর্তৃপক্ষ বিক্ষোভ কারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন যে আগামী মঙ্গলবার একটি বৈঠক করা হবে সেখানে তাদের সকল দাবী নিয়ে আলোচনা করা হবে ।পরে আশ্বাস পেয়ে তারা বিক্ষোভ তুলে নেন ।