মানুষের অভাব অভিযোগ শুনতে মানুষের দৌড়গড়ায় সালানপুর পঞ্চায়েতের সভাপতি ফাল্গুনী ঘাসি
কাজল মিত্র
:- আজ সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের হদলা গ্রামের মানুষের বাড়ি ,বাড়ি পরিদর্শন করে খোজ খবর নিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি ঘাসী (কর্মকার)
এদিন বারাবনি বিধান সভার বারাবনি বিধায়কের নির্দেশে দেন্দুয়া পঞ্চায়েতের এক অধ্যুষিত আদিবাসী হোদলা গ্রামে সেখানে তিনি সরাসরি সকলের সাথে কথা বলেন তাদের সুবিধা, অসুবিধা ও সমস্যার কথা শোনেন ।তিনি গ্রামের এই সফরে শৌচাগার সমস্যা,পানীয় জলের সমস্যা ,রাস্তাঘাট, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা থেকে নানান গ্রামীন সমস্যার দিকে আলোকপাত করেন ।একই সাথে গ্রামের সকল মহিলাদের সাথে বসে তাদের সুখ দুঃখের কথা শোনেন এবং তিনি বলেন মূখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের পাশে আছে আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় এর সৈনিক হিসেবে সকলের পাশে থাকতে পারে আমরা গর্বিত ।তিনি এদিন সকলের সমস্যা শুনে নিজে দায়িত্ব নিয়ে খুব দ্রুত সমাধানের আশ্বাস দেন । এদিন সভাপতি মহাশয়ার সাথে উপস্থিত ছিলেন দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডি,মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী রাসমণি বেশরা,শঙ্কর ঘোষ সহ আরো অনেকেই।