সালানপুর ব্লকে তৈরি হবে আটটি উপ-স্বাস্থ্য কেন্দ্র, নমোকেশিয়া গ্রামে প্রথম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

Spread the love

সালানপুর ব্লকে তৈরি হবে আটটি উপ-স্বাস্থ্য কেন্দ্র, নমোকেশিয়া গ্রামে প্রথম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাজল মিত্র। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদ জনস্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে বুধবার সালানপুর ব্লকের উত্তরামপুর জিৎপূর পঞ্চায়েতের অন্তর্গত নমোকেশিয়া গ্রামে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা পরিষদের কার্যনির্বাহী প্রধান (জনস্বাস্থ্য বিভাগ) মোহাম্মদ আরমান।
মহম্মদ আরমান বলেন যেখানে মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় সালানপুর ব্লক আটটি উপ-স্বাস্থ্য কেন্দ্র পেয়েছে বলে জানান, তিনি বলেন, আজ প্রথম উপ-স্বাস্থ্য কেন্দ্র নামোকেশিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, শীঘ্রই জিতপুর, বসকাটিয়া, খুদকা, ধানগুড়ি, রূপনারায়ণপুর, পাহাড়গোড়া এবং জোড়বাড়িতে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে।তিনি জানান,প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে খরচ হয়েছে ৪৭ লাখ টাকা।এই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হলে সালানপুর ব্লকের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় তাৎক্ষণিক চিকিৎসার সুবিধা পাওয়া যাবে, তিনি জানান, পিঠাকয়ারী স্বাস্থ্য কেন্দ্রের দূরত্বের কারণে গ্রামবাসীরা একাধিকবার বিধায়ককে সমস্যার কথা জানিয়েছিলেন, আজ মো.গ্রামবাসীদের কাছেও একই দাবি করেছেন।এদিনের এই অনুষ্ঠানে সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, -চেয়ারম্যান বিদ্যুৎ মিশ্র, পঞ্চায়েত প্রধান মো.উপস্থিত ছিলেন তাপস মণ্ডল, সহ-সভাপতি সুরজিত মোদক, সমাজকর্মী ভোলা সিংহ, অপর্ণা রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *