সালানপুর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে রাখীর বদলে মাস্ক ও গাছের চারা বিতরণ
কাজল মিত্র
:- সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব সালানপুর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে।এই রাখি বন্ধন উৎসব অভিনব ভাবে পালিত করা হলো রাখির পরিবর্তে মুখে মাস্ক পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সেনেতাইজার ও একটি করে গাছ দিয়ে উৎসব এই পালন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি , জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, রূপনারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায়,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,
এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি জানান যে প্রতিবছর প্রতিটি পরিবারের সাথে সাথে আমাদের এই পার্টি অফিসেও এইরাখী উৎসব জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয় কিন্তু এইবারে করোনার আবহে মানুষকে সতর্ক থাকতে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এই উৎসব অন্য ভাবে পালিত করলাম এই উৎসব রাখি বন্ধন উৎসব হলেও মানুষের বাঁচা মরা সঙ্গে জড়িত হয়ে আছে।তাই এই করোনার হাত থেকে সকলকে রক্ষা করতে রাখির সাথে সাথে সকলকে সেনেটাইজারও মাস্ক প্ৰদান করা হলো তাছাড়া পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যেভাবে পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশে পরিনত হচ্ছে সেই ভারসাম্য বজায় রাখতে সকলে একটি করে গাছ দেওয়া হয় এবং সকলকে অনুরোধ করা হয় যেন সকলে পরিবেশকে বাঁচিয়ে রাখা তাহলেই আমরাও বাঁচব ।