সিউড়ি আদিবাসী অধ্যুষিত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সিউড়ি সংলগ্ন আদিবাসী অধ্যুষিত নিজুরি গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মূলত আদিবাসী এবং গ্রামের প্রান্তিক মানুষদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার উপর জোর দেওয়া হয়। প্রেসার সুগার সাথে বর্তমানে ভাইরাল ইনফেকশনের কথা মাথায় রেখে সংস্থার এই উদ্যোগ। শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, জনস্বাস্থ্যকর্মী প্রিয়নীল পাল সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধ পত্র ও প্রদান করা হয়।
বর্তমান দিনে দেখা যাচ্ছে সুগার এবং প্রেসার এর মতো রোগ গোপনেই বেড়ে চলেছে তাই আগেভাগে পরীক্ষা করে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে ভবিষ্যতে বড় রোগকে প্রতিহত করা যায় এই লক্ষ্য নিয়ে সারা মাস জুড়ে গ্রামে গ্রামে ঘুরে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে বলে জানা যায়।সংগঠনের তরফে প্রিয়নীল পাল জানান, গত দুবছর যাবৎ এরকম শিবির করে চলেছি এবং আগামী দিনেও করার ভাবনা আছে।