কৌশিক গাঙুলি,
প্রতিবছর জ্যৈষ্ঠ মাসে সিউড়ির গজাল পুড়ে মনসা পুজো করা হয়ে থাকে। সেইমতো চলতি বছরও মনসা পূজার আয়োজন করা হয়েছে। তবে এই বছর করোনা আবহের কারণে সেরকম ধুমধাম করা হয়নি। স্বাস্থ্য বিধি মেনেই এই পুজো করার পরিকল্পনা নিয়েছেন গ্রামের বাসিন্দারা।