সাধন মন্ডল,
করোনা আবহে নিয়ম মেনে পূজা অর্চনার মধ্য দিয়ে লোকসমাগম ছাড়াও মাত্র কুড়িজন ভক্তকে নিয়ে রথযাত্রা পালন করল বাঁকুড়ার সিমলাপাল ব্লক এর জগন্নাথপুর গ্রামের রথযাত্রা উৎসব কমিটি। জগন্নাথপুর রথ যাত্রা সেবা কমিটির উদ্যোগে এটি পঞ্চম বর্ষ রথযাত্রা উৎসব পালিত হলো ধুমধাম ছাড়াই। রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক অনুপ পাত্র বলেন করোনার কারণে লোকসমাগম সীমিত রাখা হয়েছিল। এই উৎসব বাঙালির বড় উৎসব তাই নিয়ম-নীতি মেনে পূজা-অর্চনার মধ্য দিয়ে ছোট করে রথযাত্রা উৎসব পালন করা হলো। জগন্নাথ বলরাম ও সুভদ্রা কে নিয়ে মাত্র কুড়ি ফুট রথ টানা হয় জগন্নাথপুর গ্রামে সেখানেই মাসির বাড়িতে জগন্নাথ দেবকে রাখা হয়। অন্যান্য বছর সাত দিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় রথযাত্রা উৎসব এবারেই তার ব্যতিক্রম হল। উৎসব কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে সবাই বাড়িতে থাকুন সর্তকতা অবলম্বন করুন সবসময় মাক্স ব্যবহার করুন।