সিমলাপাল হাই স্কুল গণনা কেন্দ্রে সাজো সাজো রব। সাধন মন্ডল ,বাঁকুড়া,:-

Spread the love

সিমলাপাল হাই স্কুল গণনা কেন্দ্রে সাজো সাজো রব। সাধন মন্ডল ,বাঁকুড়া,:-

রাত পোহালেই ২৫১ তালডাংরা বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা! পাল্লা ভারী কার? শেষ হাসিই হাসবে কে চিনি জল্পনা চলছে জোর কদমে পিছিয়ে নেই কোন দলে। বিজেপি বলছে আমরাই জিতবো অন্যদিকে তৃণমূল বলছে আমরা জিতছি। জয়ের হাসি হাসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। শনিবার বারবেলায় কে শেষ হাসি হাসবে সেটাই এখন দেখার।

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই হাতে এসে যাবে ফল। রাত পোহালেই শুরু হয়ে যাবে রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। ওই ছয় কেন্দ্রের মধ্যেই রয়েছে বাঁকুড়ার ২৫১ তালডাংরা বিধানসভা। তালডাংরা বিধানসভার উপনির্বাচনের গণনা হবে সিমলাপালের মদনমোহন উচ্চ বিদ্যালয়ে। ভোট গ্রহণের পরের দিন থেকেই কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হয়েছে সমস্ত ইভিএম, ভিভি প্যাট সহ সংশ্লিষ্ট কাগজপত্র।
এই উপনির্বাচনের জন্য সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয় ডিসিআরসি সেন্টার করা হয়েছিল সেখানে গণনা কেন্দ্র করা হয়েছে করা কড়ানিরাপত্তা ব্যবস্থায়। আজসিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ে দেখা গেল প্রশাসনের আধিকারিকদের তৎপরতা। পাশাপাশি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে জোরদার করা হয়েছে। বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে।

২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। বিধায়ক অরূপ চক্রবর্তী সাংসদ হয়ে যাওয়ায় এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে ফলে গত ১৩ নভেম্বর ২০২৪ তালডাংরা বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটদানের মাধ্যমে এলাকার ভোটাররা তাদের মত দান করেছেন।

উপনির্বাচনে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস ও একজন নির্দল প্রার্থী-সহ মোট পাঁচজন এই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ২৬৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। গণনার আগে সব দলেই জয়ের ব্যাপারে আশাবাদী। প্রতিটি দলের পক্ষ থেকেই গণনার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মূলত ২৬ এর বিধানসভা ভোটকে লক্ষ্য রেখেই উপনির্বাচনে ভোটে লড়া। তবে আরজি কর ইস্যুতে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে বলে দাবি সিপিএম নেতৃত্বের। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার জন্যই তৃণমূল কংগ্রেসের ভোট কমবে বলে আশাবাদী বামেরা। প্রধান বিরোধীদল বিজেপির দাবি, তালডাংরা বিধানসভার নির্বাচনে তাদের জয় একেবারে নিশ্চিত। কারণ আরজি কর কাণ্ডের প্রতিবাদের ছাপ মানুষ ইভিএমে রেখেছেন বলে বিজেপির দাবি।

তৃণমূলের নেতারা বলছেন, তৃণমূল জয়ের ব্যাপারে ১০০% এরও বেশি নিশ্চিত। তৃণমূল কংগ্রেস প্রার্থী কত ভোটে জয়লাভ করবে তারই হিসাব চলছে। তবে তাদের আশা তাদের প্রার্থী রেকর্ড ভোটে জয়লাভ করবেন।তৃণমূলের দাবি পশ্চিমবাংলার মাটি বিজেপির কাছে দুর্জয় ঘাঁটি হয়েই থেকে যাবে। তবে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোন দল শেষ হাসি টা কে হাসে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *