সি.সি.আই– লজিস্টিক লিমিটেড উদ্যোগে রূপান্তর কামিদের সংবর্ধনা।
আজ ৩০ শে সেপ্টেম্বর ২০২৪-এ শারদীয়া দুর্গোৎসব পূজার প্রাক্কালেই কাঁকুড়গাছি সুকান্ত উদ্যানে (CCI.Legistics.Ltd) সি.সি.আই-লজিস্টিক– লেমিটেড চেয়ারপারসন রেখা শর্মা ও সতীশ শর্মা উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও রূপান্তরকামী দের নিয়ে একটি সংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনার সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার কেন্দ্রের বিধায়ীকা শ্রুপ্তি পান্ডে,৩২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শান্তি রঞ্জন কুন্ডু,সিটি কেবিল এর কর্ণধার তিনকোড়ি দত্ত মহাশয়,জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী,রূপান্তরকামি ডক্টর সন্তোষী,সঞ্জয় উপাধ্যায় এ ছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।আজকে এই মূলত অনুষ্ঠানটি ১৪তম বছরের পা দিলো।তাই বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা রূপান্তরকামীরা সাংস্কৃতিক সংগীত অনুষ্ঠানের মাধ্যমে তাদের কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরেন এবং তাদের পুরস্কৃত করা হয়।এছাড়া কিছু গরিব অসহায় মানুষদের শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শাড়ি বিতরণ করা হয়। তথ্য ও ছবি সুবল সাহা [