সুগন্ধি বীজধান বিলি মঙ্গলকোটে

Spread the love

সুগন্ধি বীজধান বিলি মঙ্গলকোটে 

আমিরুল ইসলাম,

, সোমবার দুপুরে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ২০০ জন চাষীকে সুগন্ধি ধানের বীজ বিতরণ করা হলো ।বর্তমানে করোনা ভাইরাস এর জেরে রাজ্য জুড়ে চলছে লকডাউন।সাধারণ দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে বর্তমান সরকার উদ্যোগে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে সুগন্ধি ধানের বীজ বিতরণ করল আজ।প্রায় ২০০ জন চাষীদেরকে  বীজ ধান শোধনের জন্য কীটনাশকও দেওয়া হয়।এই বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক এর কৃষি অধিকর্তার ব্যোমকেশ লেট , মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনা বানু বেগম, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, পঞ্চায়েত সদস্য লাল্টু শেখ, সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার জানান, -“শুধু সুগন্ধি ধানের বীজ নয়। আমাদের সরকার কৃষকদের পাশে সব সময় রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমাদের সরকার ৫০০০ টাকা করে দিত। ভোটের আগেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন সেই টাকা বাড়িয়ে ১০০০০ টাকা দেওয়া হবে”। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *