সুপ্রিম কোর্টের অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করলেন অ্যাডভোকেট আসফাক আহাম্মেদ
সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং ইন্ডিয়ান জাস্টিস ফোরাম-এর চেয়ারম্যান অ্যাডভোকেট আসফাক আহাম্মেদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যাতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি নিশিকান্ত দুবের প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেন যে, “সুপ্রিম কোর্ট যদি আইন বানাতে থাকে তবে সংসদের আর দরকার নেই” এবং আরও অভিযোগ করেন যে “সুপ্রিম কোর্ট দেশকে ধর্মীয় সংঘর্ষ ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে”। এই মন্তব্যগুলি সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫ সংক্রান্ত বিচারাধীন মামলার প্রেক্ষিতে করা হয়েছে।
অ্যাডভোকেট আহাম্মেদ তার অভিযোগপত্রে উল্লেখ করেন, এই ধরণের মন্তব্য ভারতীয় সংবিধানের ১২৯ অনুচ্ছেদ এবং Contempt of Courts Act, 1971-এর ধারা ২(গ) অনুযায়ী স্পষ্টভাবে আদালত অবমাননা হিসেবে গণ্য হয়, যা আদালতের মর্যাদা ক্ষুণ্ন করে এবং বিচার ব্যবস্থায় জনসাধারণের আস্থা নষ্ট করে।
“কেউ রাজনৈতিকভাবে যতই প্রভাবশালী হোক না কেন, তাঁকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক ভূমিকা নিয়ে অপমানজনক মন্তব্য করার অধিকার নেই,” — বলেন অ্যাডভোকেট আসফাক আহাম্মেদ।
এই অভিযোগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও সেক্রেটারি জেনারেলের কাছে পাঠানো হয়েছে, এবং অনুলিপি পাঠানো হয়েছে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় আইনমন্ত্রীর দপ্তরে।
এই পদক্ষেপের মাধ্যমে অ্যাডভোকেট আসফাক আহাম্মেদ আবারও প্রমাণ করলেন যে, আদালতের মর্যাদা রক্ষায় আইনজীবীদের একটি নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব রয়েছে।