সুবীরেশের আগে দুই এসএসসি কর্তা কে সিবিআই জেরা 

Spread the love

সুবীরেশের আগে দুই এসএসসি কর্তা কে সিবিআই জেরা 

নিজস্ব প্রতিনিধি, 

গত শনিবার কলকাতার আলিপুর আদালতে সিবিআই এজলাসে গ্রুপ সি নিয়োগ মামলায় প্রাক্তন এসএসসি কর্তা সুবীরেশ ভট্টাচার্য কে ৫ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ জারি হয়।সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার আগে নিয়ম ভেঙে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁর পূর্বসূরিদের। এক বার নয়। দু’বার ঘটেছিল এমন ঘটনা। সোমবার সকালেই এসএসসির সেই দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ কুমার শূরকে নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই।তলব পেয়ে সকাল ১১টার কিছু পরেই দু’জনে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতার সদর দফতরে।সিবিআই সূত্রের খবর, এঁদের দু’জনেরই অপসারণের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সোমবার দু’জনকেই এসএসসি মামলায় মূল অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, তদন্তকারীরা মনে করছেন, এই দু’জনের অপসারণ এবং একই পদে সুবীরেশ স্থলাভিষিক্ত হওয়ার কিছুদিন পর থেকেই শিক্ষক নিয়োগে দুর্নীতি শুরু হয়।উল্লেখ্য, দু’দিন আগেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরশকে দ্বিতীয়বার হেফাজতে নিয়েছে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আর্জির প্রেক্ষিতেই সুবীরেশকে ৫ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানো হয়। মনে করা হচ্ছে, সুবীরেশকে তাঁর পূর্বসূরি দুই প্রাক্তন চেয়ারম্যানের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা তখনই ছিল সিবিআইয়ের। কারণ, তদন্তে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তখনই হাতে এসেছিল তদন্তকারীদের।সিবিআই সূত্রে প্রকাশ,  শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তারা জানতে পেরেছে, সুবীরেশের পূর্ববর্তী এই দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন এবং প্রদীপকুমারকে নিয়ম না মেনে এসএসসির চেয়ারম্যান পদ থেকে নিয়ম না মেনেই সরিয়ে দেওয়া হয়েছিল।পরে সেই স্থলেই নিয়োগ করা হয়েছিল সুবীরেশকে। কেন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে ব্যাপারেই প্রাক্তন দুই চেয়ারম্যানকে প্রশ্ন করে জানতে চাওয়া হবে বলে সিবিআই সূত্রে প্রকাশ । এ ছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কে তাঁদের বক্তব্যও জানতে চাওয়া হবে বলে জানা গিয়েছে ওই সূত্রে।সুবীরেশ ভট্টাচার্য সিবিআই হেফাজতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *