সুভাষ জয়ন্তী অনুষ্ঠানে প্লাস্টিক বর্জনের আহ্বান

Spread the love

সুভাষ জয়ন্তী অনুষ্ঠানে প্লাস্টিক বর্জনের আহ্বান

সেখ সামসুদ্দিন, ২৩ জানুয়ারিঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে
সকাল ১০ টায় মেমারি পৌরসভার উদ্যোগে নতুন বাসস্ট্যান্ডের সামনে নেতাজী মূর্তির পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন ও মূর্তিতে মাল্যদান করেন চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ। উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর শিশুদের অঙ্কন প্রতিযোগিতা করা হয় ও প্রতিযোগিতা শেষে তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান চেয়ারম্যান স্বপন বিষয়ী। এদিন আপামর নাগরিকদের কাছে প্লাস্টিক বর্জন করতে অঙ্গীকার ও শপথ নিতে চেয়ারম্যান আবেদন রাখেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *