সুভাষ জয়ন্তী অনুষ্ঠানে প্লাস্টিক বর্জনের আহ্বান
সেখ সামসুদ্দিন, ২৩ জানুয়ারিঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে
সকাল ১০ টায় মেমারি পৌরসভার উদ্যোগে নতুন বাসস্ট্যান্ডের সামনে নেতাজী মূর্তির পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন ও মূর্তিতে মাল্যদান করেন চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ। উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর শিশুদের অঙ্কন প্রতিযোগিতা করা হয় ও প্রতিযোগিতা শেষে তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান চেয়ারম্যান স্বপন বিষয়ী। এদিন আপামর নাগরিকদের কাছে প্লাস্টিক বর্জন করতে অঙ্গীকার ও শপথ নিতে চেয়ারম্যান আবেদন রাখেন ।