সুরক্ষা বার্তা

Spread the love

সুরক্ষা বার্তা

পার্থ প্রতিম চ্যাটার্জী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

জীবনের ঝুকি নিয়ে কোরো না রেল লাইন পারাপার
ফুট ওভার ব্রিজ সর্বদা সবাই করো ব্যবহার।

রেললাইন পারাপার করলে হবে জেল জরিমানা
রেল লাইনে পা রাখা তাই কঠোর ভাবে মানা।

ট্রেনের ছাদে আর ফুট বোর্ডে ক’রোনা ভ্রমণ
চলন্ত ট্রেনে ওঠানামায় সর্বদা বারণ।

দাহ্য আর বিস্ফোরক পদার্থ না থাকুক সাথে
নিরাপদে যাত্রা করুন সবার ভালো তাতে।

প্লাটফর্ম এর ধার থেকে থাকুন নিরাপদে দূরে
নিরাপত্তা বজায় থাকুক যাত্রাপথ জুড়ে।

অপরিচিত যাত্রীর দেওয়া খাবার খাওয়া মানা
বিপদ কখন কিভাবে আসে নেই কারো জানা।

সন্দেহজনক ব্যক্তি বা বস্তু যদি চোখে পড়ে
রেলওয়ে কর্মচারীদের আনুন নজরে।

স্টেশনে বা ট্রেনে যদি বিনা টিকিটে পা রাখি
জঘন্য এই কাজে দেশকে দিচ্ছি ফাঁকি।

স্টেশন ট্রেন আর প্লাটফর্ম রাখুন পরিষ্কার
ভারতীয় রেলওয়ে সাথে আছে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *