সূত্রধর

Spread the love

শিরোনাম — সূত্রধর
বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১২/১০/২০২৪

দেদার ঘুমিয়ে আছো তুমি —
এ তো অলসতার ঘুম নয় , ক্লান্তির ঘুম বুঝি
সৃষ্টির বাঁধনে আপনি বাঁধা পড়ে আছো নিরন্তর ,
নাকি , ভারপ্রাপ্তদের দায়িত্ব অর্পণ ক’রে
এ এক নিশ্চিন্তের ঘুম ঘুমানো !

বিশ্বজগতের সবকিছু ঠিকঠাক
নিখুঁত হিসাবের পথ ধরে স্থির অথবা ঘূর্ণায়মান
সময়ের ছন্দ আবর্তিত সঠিক পদক্ষেপে
জন্ম -মৃত্যুর আবর্তন চলছে কঠিন কঠোর নিয়মে।

হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে তুমি
দেখতে পাচ্ছো ,শুনতে পাচ্ছো , বিহার করছো
এই বিশ্ব জগতের সর্বত্র , অণু – পরমাণুতেও
প্রতি হৃদয়ের আত্মা -অন্তর্যামী রূপে অবস্থান করে
পরিচালিত করছো গোটা বিশ্বসংসার , হে বিরাট শিশু।

তবু তুমি জাগো , জাগো — হে নট , এ নাট্যশালায়
আমাদের রঙ্গমঞ্চে নরলীলার অভিনয় করো ,
পুতুল ক’রে নাচাও প্রিয় সূত্রধর হ’য়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *