সেই মেয়েটা
তনুশ্রী সামন্ত (ডেবরা, পশ্চিম মেদিনীপুর)
শিশির ফোঁটায় পা ভিজিয়ে ভোর বেলাতে
যেই মেয়েটা ফুল কুড়াতো শিউলি তলায়!
আকাশ ঘিরে মেঘ গুড়গুড় করলে পরে
ভাবতো বুঝি ঢাকের বাদ্যি বাজছে কোথায়!
সেই যে গো সেই কাজী সাহেব কত্তো আগে,
যেই মেয়েকে নিয়ে একটা গান বানালো!
সেই মেয়েটা এবার পূজোয় আসছে না তো!
কেউ জানো কি সেই মেয়েটা কোথায় গেলো?
সেই মেয়েটার নতুন জামার বায়না ছিলো,
বায়না ছিলো লাল ফিতে আর নতুন জুতো!
বাবা মায়ের সাথে যখন প্যাণ্ডেলেতে
সেই মেয়েটার মুখে হাসি ধরতো নাকো!
এই যে সবাই ঘুরছো কেমন মজা করে,
এই যে সবাই খাচ্ছো এমন পাঁপড় ভাজা!
এই যে সবাই চড়ছো কেমন নাগর দোলায়!
সেই মেয়েটা একাই কেন পাচ্ছে সাজা?
সেই মেয়েটা এলে কিন্তু কাঁদবে ভীষণ!
বলবে আমি ঘুমিয়ে ছিলাম একটু,ধরো…
তোমরা সবাই দেখলে কেমন দুগ্গা ঠাকুর!
আমায় কেন ডাকলে নাকো একটিবারও?
সেই মেয়েটা কোথায় গেলো? কোথায় গেলো?
কাঁদছো কেন এমন করে? বলবে কি কেউ?
সেই মেয়েও কি ঢেউয়ের সাথে ঢেউ হয়েছে?
এই যে এমন রক্তনদীর বাঁধভাঙা ঢেউ!!