সেচের জলের দাবিতে পথ অবরোধ সারেঙ্গায়

Spread the love

সেচের জলের দাবিতে পথ অবরোধ সারেঙ্গায়

।———– শুভদীপ ঋজু মন্ডল জঙ্গলমহল বাঁকুড়া। আজ বুধবার সকাল আটটা নাগাদ বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লক এলাকায় বাগজাতা মোড়ে আমন ধানে সেচের জলের দাবিতে পথ অবরোধ করেন ।চিল তোড় গ্রাম পঞ্চায়েতের জাদুরগড়া, সিংনা মোহান , পাঁচবেড়িয়া গ্রামের গ্রামবাসীরা প্রায় আধঘন্টা অবরোধ থাকার পর সারেঙ্গা পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এখানে উল্লেখ্য 9 নম্বর রাজ্য সড়কে এই বাগজাতা মোড়ের কাছে নয় নম্বর শাখা ক্যানেলে আরো একটি শাখা ক্যানেল চাষের কাজে জলসেচেরএর জন্য রয়েছে। বর্তমানে রাজ্য সড়ক সংস্কারের কাজ চলার কারণে রাস্তার উপরে থাকা পুলটি বন্ধ রাখা হয়েছিল ফলে কংসাবতী সেচ ক্যানেলে সেচের জন্য দেওয়া জল মাঠে না পৌঁছানোর কারণে আমন ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় মরতে বসেছে তাই গ্রামবাসীরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানালেন সৃষ্টিধর ঘোষ, নবকুমার ঘোষ, মহাদেব বেরা, বিকাশ ঘোষরা। তারা বলেন অবরোধের ফলে প্রশাসনের হস্তক্ষেপে আমাদের সমস্যার সমাধান করে দেন প্রশাসনিক আধিকারিকরা তারপরেই আমরা আমাদের পথ অবরোধ তুলে নিই। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমাপ্রার্থী ও পুলিশ প্রশাসন সহ ব্লক প্রসাশনের কাছে কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *