সেন্ট জোয়ান’স স্কুল, নিউটাউন-এর বার্ষিক ক্রীড়া দিবস উদযাপিত হলো
নিউটাউন, ৭ ডিসেম্বর ২০২৪ – সেন্ট জোয়ান’স স্কুল, নিউটাউন, তাদের বার্ষিক ক্রীড়া দিবস উদযাপন করে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অধ্যবসায়, উদ্যম এবং প্রতিভার প্রদর্শনী সকলের মন জয় করে। বিশিষ্ট অতিথি, অভিভাবক, অভিভাবিকা এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি এই দিনটিকে স্মরণীয় করে তোলে।
অনুষ্ঠানের সূচনা করেন গণপ্রজাতন্ত্রী চীনের কলকাতা কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল, মাননীয় মিস্টার কিন ইয়ং, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে চীনা কনস্যুলেটের অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
- পদ্মশ্রী প্রফেসর ড. ইন্দিরা চক্রবর্তী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,
- শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর পৌর কর্পোরেশনের মেয়র, এবং
- শ্রী তাপস চ্যাটার্জি, নিউটাউনের বিধায়ক ও নগরোন্নয়ন এবং পৌর বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন:
- শ্রীমতী রহিমা বিবি মণ্ডল এবং শ্রীমতী তুলসী সিনহা রায়, মেয়র-ইন-কাউন্সিল (বিধাননগর পৌর কর্পোরেশন)-এর সদস্য,
- ভারতের প্রাক্তন ফুটবল খেলোয়াড় শ্রী বিকাশ পাঞ্জি ও শ্রী সুমিত মুখার্জি,
- ল্যাভিনিয়া হাউসের রেভারেন্ড সিস্টার পাস্কাল এবং রেভারেন্ড সিস্টার জর্জিনা, এবং
- সেন্ট জোসেফ’স স্কুল, বোবাজার-এর প্রাক্তন অধ্যক্ষ মিস্টার নেভিল ম্যাকনামারা।
সেন্ট জোয়ান’স স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা বিদ্যালয়ের সমন্বিত শিক্ষার প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে। তিন দশকেরও বেশি সময় ধরে, এই বিদ্যালয় একাধিক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎকর্ষ সাধনে ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৫৬ জন ছাত্রছাত্রীর পরিবেশনা, যেখানে যোগব্যায়াম, শারীরিক কসরত, নৃত্য এবং সৃজনশীলতার বিভিন্ন প্রদর্শনী সকলের মনমুগ্ধ করে। এই পরিবেশনাগুলি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অধ্যবসায় ও একতার প্রতীক হিসেবে উজ্জ্বল হয়ে ওঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী দেবজানি ঘোষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সকল অতিথি, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি। তিনি বলেন, “আপনাদের সমর্থন এবং প্রশংসা আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষকদের অনুপ্রাণিত করে। আমরা ছাত্রছাত্রীদের উদ্যম ও উদ্দীপনা উদযাপন করার পাশাপাশি, আমাদের বিদ্যালয়ের উদ্ভাবনী এবং উৎকর্ষের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। আমাদের পথিকৃৎ রোবটিক্স কারিকুলাম, ম্যান্ডারিন ভাষা শিক্ষা এবং অসামান্য বোর্ড ফলাফল আমাদের লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধতার নিদর্শন।”
অনুষ্ঠানটি শিক্ষা এবং অশিক্ষা কর্মী, অভিভাবক এবং স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ করতালির মাধ্যমে সমাপ্ত হয়, যাঁদের প্রচেষ্টায় এই চমৎকার অনুষ্ঠান বাস্তবায়িত হয়।
সেন্ট জোয়ান’স স্কুল, নিউটাউন, সর্বক্ষেত্রে ছাত্রছাত্রীদের শ্রেষ্ঠত্বের জন্য অঙ্গীকারবদ্ধ, এবং বিশ্ব নাগরিক হিসেবে তাদের গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে।