সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন,লোকপুর থানার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এর পরিচালনায় ও স্থানীয় থানার ব্যবস্থাপনায় এদিন বৃহস্পতিবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়।সাবধানে গাড়ি চালান, নিজে বাঁচুন অপরকে বাঁচান।মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার ও কানে হেডফোন লাগাবেন না। মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালাবেন ।ট্রাফিক আইন মেনে চলার বার্তা সহ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত পোস্টার ব্যানার সহযোগে এবং মাইকিং করে পথচলতি মানুষ ও গাড়ীর চালকদের সচেতন করেন। এছাড়া ট্রাফিক নিয়মগুলি মেনে চলার বিষয়েও সকলকে অবগত করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ, এএসআই ট্রাফিক গোলাম মৌলা আবুল হায়দর, স্থানীয় সমাজসেবী দীপক শীল প্রমুখ।