সেভ ওয়াটার সেভ ফিউচার ।
সেখ সামসুদ্দিন,
পানীয় জল অপচয় বন্ধ করতে হবে।
এই বার্তা নিয়ে মেমারি দু (২)নম্বর ব্লকে সভাকক্ষে শুক্রবার একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত নটি অঞ্চলে ২০২৪ সালের আগেই প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল।
রাজ্য সরকারের নেওয়া প্রকল্পের মাধ্যমে এই কাজ চলছে প্রতিটি এলাকায়। পাশাপাশি পানীয় জল অপচয় করা যাবে না। অপচয় বন্ধ করে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। এই বার্তা দেন এই দিনের আলোচনা সভায় উপস্থিত সকলে।
উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাজি,
পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু,
জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রেখা পাত্র সহ পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং প্রধানরা।