সোনামুখী পাঁচাল গ্রামে উদ্বোধন হলো পুলিশ ক্যাম্পের
সাধন মন্ডল বাঁকুড়া:—বাঁকুড়া জেলা পুলিশের আরও একটি পুলিশ ক্যাম্প বাড়লো। আজ সোনামুখী থানার পাঁচাল পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান ,এসডিপিও সুপ্রকাশ দাস, সোনামুখী থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি, সোনামুখী সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রিয়াঙ্কা হাতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই পুলিশ ক্যাম্প টি সোনামুখী থানা থেকে ২৫ কিলোমিটার দূরে তৈরি হলো বলে জানা যায় ।স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাঁচালে একটি পুলিশ ক্যাম্প আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় সেই দাবি পূরণ হল আজ। খুশি এলাকার মানুষজন। এখানে পুলিশ ক্যাম্প তৈরি হওয়ায় এলাকা শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের অনেক সুবিধা হবে। এলাকায় কোনরকম দুর্ঘটনা ঘটলে পুলিশ যথাসময়ে সেখানে হাজির হতে পারবেন বলে স্থানীয়রা জানান। এখানে উল্লেখ্য পুলিশ ক্যাম্প টি পাঁচাল গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জায়গায় থেকেই কাজ আজ থেকে কাজ শুরু করল।