সোমেশ্বরতলা দূর্গাপুজো কমিটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অন্ন ও বস্ত্র প্রদান
সেখ সামসুদ্দিন, ১৪ অক্টোবরঃ মেমারি শহরের ঐতিহ্যময় প্রাচীন সার্বজনীন দুর্গোৎসব সোমেশ্বরতলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রবাসী ভারতীয় চিকিৎসক তথা মেমারির সুসন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ ও তার দিদি সোনালী সামন্ত’র সহযোগিতায় আজ মহালয়ার দিনে দেবীপক্ষের সূচনায় দুঃস্থ মানুষদের শাড়ি, লুঙ্গি, গেঞ্জি সহ মধ্যাহ্নের খাদ্য প্রদান করা হয়। প্রায় দুই শতাধিক মানুষ এই খাদ্য ও বস্ত্র গ্রহণ করেন। ডাঃ বুদ্ধদেব দাঁ ও সোনালী সামন্ত তাদের প্রয়াত পিতা পঙ্কজ কুমার দাঁ ও মাতা ভারতী দাঁ-এর স্মৃতিতে এই মহান কাজে ব্রত হন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা সোমেশ্বর তলা দূর্গা পূজা কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত সহ সদস্যবৃন্দ। বুদ্ধদেব দাঁ বলেন, “এই পুজোর মুখে কিছু মানুষের হাতে অন্য বস্ত্র তুলে দিয়ে তাদের হাসি মুখ দেখে খুব ভালো লাগছে। পুজোতে আর পাঁচজনের মতো তারাও আনন্দে পুজো উপভোগ করুন।” পুজো কমিটির পক্ষ থেকে সম্পাদক দিব্যেন্দু ভট্টাচার্য্য জানান, ১৭ অক্টোবর সন্ধ্যায় পূজোর উদ্বোধনী অনুষ্ঠানের থাকবেন জেলা প্রশাসনের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী দিয়া চক্রবর্তী। পুজোর দিনগুলিতে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা শুধু সোমেশ্বরতলা নয়, সম্পূর্ণ মেমারির মানুষের পুজো। সম্প্রীতির মেলবন্ধনের মধ্যে দিনগুলি হয়ে উঠুক সাফল্যমণ্ডিত।