সোলার স্ট্রিট লাইট উদ্বোধনে মন্ত্রী সুভাষ সরকার
সাধন মন্ডল বাঁকুড়া:—–সাংসদ তহবিলের টাকায় কংসাবতী নদীর উপর রায়পুর বাজারের নিকট বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে কংসাবতী নদীর উপর গোবিন্দপ্রসাদ সিংহ সেতুতে ছ লক্ষরও বেশি টাকা পেয়ে সোলার ট্রিটলাইট এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। এখানে উল্লেখ্য তিনি 16 টি লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আজ সন্ধ্যায় ।তিনি বলেন সংসদ হিসেবে সংসদ তহবিলের টাকায় জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করেছি তার মধ্যে অন্যতম কংসাবতী নদীর উপর গোবিন্দপ্রসাদ সিংহ সেতুতে পথবাতি নির্মাণ ।রাইপুর সবুজ বাজারের নিকট এই সেতুটি দীর্ঘদিন অন্ধকারে ছিল যা দেখে আমার খুব খারাপ লেগেছিল সাথে আমার রাইপুর এলাকার বিজেপি কর্মীবৃন্দ অনুরোধ করেছিল যে এই সেতুটিতে যদি পথবাতি ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। কেননা বিভিন্ন সময়ে বহু মানুষ এই সেতুর উপর বসে থাকেন এবং তাদের সুবিধার্থে এটির প্রয়োজন রয়েছে। তাদের অনুরোধ রাখতে পেরে আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট বিভাগকে। এই সেতুতে আরো 16 টি পথবাতি বসানো হবে বলেও তিনি জানান।