সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া আইটি এবং ডিজিটাল কমিউনিকেশন কমিটির বৈঠক আহ্বান করেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া মহাশয় ,দলের সোশ্যাল মিডিয়ার কমিটির এই বৈঠকে সভাকক্ষে তিল ধারণের জায়গা ছিল না, পুরুলিয়া জেলার নয়টি বিধানসভার চেয়ারম্যান,20 টি ব্লকের চেয়ারম্যান, জেলার তিনটি পৌরসভার সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সহ পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার সৈনিকরা দলে দলে যোগদান করেন উক্ত বৈঠকে।তৃণমূল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পদাধিকারী তাদের বক্তব্য জেলা সভাপতির সামনে একে একে পেশ করেন। এদিন দলের সোশ্যাল মিডিয়ার কর্মীদের মূল্যবান পরামর্শ দেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো মহাশয়,তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি মাননীয় সৌমেন বেলথরিয়া,মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী নমিতা সিং মুড়া, পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার অন্যতম প্রাণপুরুষ জয় ব্যানার্জি, পুরুলিয়া জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, আইএনটিটিইউসি র পুরুলিয়া জেলা সভাপতি উজ্জল কুমার, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি বিষ্ণু চন্দ্র পাল, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি, পশ্চিমবঙ্গ সরকারের তথ্যও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ইনফর্মেশন ডাইরেক্টর(নবান্ন) তথা তৃণমূল সোশ্যাল মিডিয়ার অন্যতম পদাধিকারী সিদ্ধার্থ বসু, ও বিভিন্ন বিশিষ্ট নেতা এবং নেত্রী এবং তৃণমূল সোশ্যাল মিডিয়ার সৈনিকেরা। এদিন মাননীয় জেলা সভাপতি পুরুলিয়া জেলা সোশ্যাল মিডিয়া কমিটির বিভিন্ন পদাধিকারী এবং সৈনিকদের উৎসাহ দিয়ে বলেন তৃণমূল কংগ্রেসের সবথেকে কঠিন কাজটাই করছেন সোশ্যাল মিডিয়ার সৈনিকেরা, যারা বিনা স্বার্থে মা ,মাটি , মানুষের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার সাথে সাথে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মধ্যে যোগসূত্র রাখার অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছেন, উনি বলেন প্রত্যেক মাসে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার মিটিং সম্পাদিত হবে জেলা অফিসে, জেলার এবং ব্লক তৃণমূলের সমস্ত বৈঠকে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার পদাধিকারীরাও উপস্থিত থাকবেন।তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার সমস্ত কর্মী এবং পদাধিকারীদের সচিত্র পরিচয় পত্র দেবে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ার সৈনিকদের ধন্যবাদ জানিয়ে বলেন বিগত বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের সাফল্যের পিছনে দলের সোশ্যাল মিডিয়ার কর্মীদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। আগামী পৌরসভা এবং লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে পুরুলিয়া জেলাতে একটি শক্তিশালী টীম হিসেবে কাজ তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ,এই বিষয়ে তিনি জেলা সভাপতি হিসেবে সর্বতোভাবে সাহায্য করবেন। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া তথ্যপ্রযুক্তি আইন মেনে কাজ করবে , বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করবে।