স্কুল পড়ুয়াদের নিয়ে আইনি সচেতনতা শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও সজাগ বা সচেতন থাকা দরকার।সেই লক্ষ্যে জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার সিউড়ি থানার ইটাগড়িয়া হাজী মমতাজ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।আলোচ্য বিষয় হিসেবে প্রথমতঃ যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে বাল্যবিবাহ। সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিয়মিত প্রচার অভিযান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।তবুও যেন একশ্রেণীর অভিভাবক এনিয়ে ভাবতে নারাজ। তাইতো বাল্যবিবাহ সে অর্থে এখনো সম্পূর্ণ ভাবে রোধ হয়নি। তাই বাল্যবিবাহের যে কুফল সেবিষয়ে নিজে নিজেই সচেতন হতে হবে এবং অন্যদের কেও সেবিষয়ে পাঠদান করা উচিত। সুস্থ সুন্দর সমাজ ও পরিবেশ গঠনের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।পাশাপাশি নারী পপাচার, শিশু শ্রম, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়ের উপরেও আলোকপাত করা হয়।সেই সাথে পড়ুয়াদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে ক্যুইজের আয়োজন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক ও মানস ভান্ডারি, স্থানীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ হুমায়ুন কবির, সহ শিক্ষক চন্দন খান,কৌশিক দাস প্রমুখ।