স্টেডিয়ামে বন মহোৎসব
দুর্গাপুরে ভগত সিং স্টেডিয়ামে বনমহোৎসবের আয়োজন করলো দুর্গাপুর পুরসভা, এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পানাভালাম মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী , দুর্গাপুরের পুরো সভার প্রশাসক মন্ডলীর সদস্য ও সদস্যরা বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন পুরো পিতা ও পুরো মাতারা, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পুরো প্রশাসক অনিন্দিতা মুখার্জী, এই বনমহোৎসব অনুষ্ঠানে ভগৎ সিং স্টেডিয়ামে মোট ৫০ টি গাছ লাগানো হলো, মোট 43 টা ওয়ার্ডে হাজার গাছ লাগানো হবে বলে জানান পুরো প্রশাসক অনিন্দিতা মুখার্জি। বিশেষ অথিতিদের মধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্তারা উপস্থিত ছিলেন l গৌরী দেবী হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট রাহুল মজুমদার এই অনুষ্ঠানের অন্য তম অথিতি রূপে উপস্থিত থেকে ভগৎ সিং স্টেডিয়ামে বৃক্ষ রোপন করেন l