স্বচ্ছতা হি সেবা- ২০২৪” কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযান,লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১৭ ই সেপ্টেম্বর থেকে শুরু হয় “স্বচ্ছতা হি সেবা- ২০২৪” কর্মসূচি। সেটা আজ ২ রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত পালিত হয়। সেই উপলক্ষে বুধবার বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় এবং লোকপুর থানার শিবপুর নেতাজী যুব সংঘের পরিচালনায় শুরু হয়েছে এলাকায় প্লাস্টিক মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতা তথা সাফাই অভিযান । এদিন স্থানীয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়, দুর্গা মন্দির, নাট্যশালা,অঙ্গনাওয়ারী কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় প্লাস্টিক কুড়ানো এবং রাস্তাঘাট সাফাই অভিযান করা হয়।পাশাপাশি সচেতনতা মূলক পোষ্টার সাঁটানো হয় দেওয়ালে এবং লিফলেট বিতরণ করা হয় পথ চলতি মানুষজনের কাছে।একান্ত সাক্ষাৎকারে “স্বচ্ছতা হি সেবা- ২০২৪” কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন ক্লাব সম্পাদক কালো সোনা মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ভবানী ভূষণ পাল, অভিজিৎ বাউরি, নটবর মন্ডল প্রমুখ সদস্যবৃন্দ।