স্বত্ব

Spread the love

স্বত্ব

অনুদিপা চক্রবর্ত্তী কোলাঘাট, (পূর্ব মেদিনীপুর)

বড্ড ভালবাসি সাধারণ থাকতে…..;
জন্মেছি তো অবহেলে।
কোটি টাকার স্বত্ব পেয়ে কি লাভ!
বোঝার চেষ্টা করিনি স্বত্বলেখা কি?
মন যখন থাকবে না আর মনের ঘরে..;
তখন সম্পত্তি দখলে শুধুই অসুখ।
ডালভাতে বিমুখ আসেনা মেনে নিলে….,;
কাঁচের চুড়ির শব্দ ঘুম পাড়ানি গান হয়ে উঠে।
সোনা….?
সেতো রাতের ঘুম কেড়েও নেয়।
কলঙ্কও মনে ধরেযায় হৃদয়ে জায়গা পেলে,
রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নজরুল সবই এক ;
শুধুই শিক্ষা খুঁজে নিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *