স্বনির্ভরতার লক্ষ্যে তপশিলী জাতির মহিলাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির রাইপুরে

Spread the love

স্বনির্ভরতার লক্ষ্যে তপশিলী জাতির মহিলাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির রাইপুরে

। সাধন মন্ডল ,বাঁকুড়া।:—–আজ ৬ই আগস্ট মঙ্গলবার রাইপুর বিডিও অফিসের সেমিনার হলে এম এস এম ই বি এফ ও দুর্গাপুর ব্রাঞ্চ এর ব্যবস্থাপনায় এবং রাইপুর সমন্বয় ট্রাস্ট এর পরিচালনায় তপশিলি জাতির মহিলাদের নিয়ে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে একটি টেলারিং প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক বিশিষ্ট সমাজবিজ্ঞানী তাপস কুমার দে , দ্বিগবিজয় কুমার, ফাল্গুনী পাত্র,ডিপার্টমেন্ট অফ এম এস এম ই কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ এম এস এম ই এর ডাইরেক্টর তাপস রায় সিদ্ধার্থ নন্দী ,রাজশ্রী মাঝি ,এছাড়া উপস্থিত ছিলেন রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী, রাইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় মন্ডল, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ , সৌরভ চক্রবর্তী ,উৎপল ভদ্র প্রমুখ । প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে রাইপুর ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ৪৫ জন মহিলা উপস্থিত ছিলেন তাদের টেলারিং ও কাটিং এবং গার্মেন্টস নিয়ে কিভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করানো যায় সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন উপস্থিত অতিথিবৃন্দ এবং পরিচালক বৃন্দ ।সমন্বয় ট্রাস্ট এর সভাপতি অভিষেক সন্নিগ্রহীও সম্পাদক হেমন্ত করন বলেন আমরা সরকারের বিভিন্ন উন্নয়ন্মুখী পরিকল্পনাগুলি এলাকার মানুষদের মধ্যে প্রচার ও প্রসার করে চলেছি এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ শিবির করে থাকি এটি তার মধ্যে অন্যতম। কেন্দ্রীয় সরকারের এম এসএম ই এর সহযোগিতায় গড় রাইপুর হাই স্কুলে এই প্রশিক্ষণ শিবিরটি চলবে আজ ৬ই আগস্ট থেকে আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন এই প্রশিক্ষণ শিবিরে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেবেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *