স্বপ্নের উড়ান,

Spread the love

স্বপ্নের উড়ান,

শ্রী রবীন্দ্রনাথ সামন্ত ( অবসরপ্রাপ্ত বিচারপতি – কলকাতা হাইকোর্ট) ,

অঙ্কুরিত শস্যের মতো
আমার স্বপ্নরা ডানা মেলে।
রৌদ্র-ছায়া,বৃষ্টি-হাওয়া মেখে
যে গাঢ় সবুজ
আলোর প্রতিধ্বনি তোলে
শুনি সে তরঙ্গের ভাষা
নিরালায়।
রাগীনিরা ভিড় করে
স্বর ও সুরের মিশেলে
গানের মূর্ছনায়।
অঙ্কুরিত শস্যের মতো
আমার স্বপ্নরা
উদ্বেলিত হয়
উড়ে যেতে চায়।
ওগো,ঝঞ্ঝাক্ষুবধ বাতাস
নিরন্তর বিপন্নতা নিয়ে
নিও না নিও না কেড়ে
শস্যময় স্বপ্নের উড়ান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *