স্বপ্নের বোঝা

Spread the love

-স্বপ্নের বোঝা


বিভাগ –ছন্দ কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১৬/১০/২০২৪

নুড়ি কুড়োতে কুড়োতে চলে আরো খোঁজা
ঢেউ গুনতে গুনতে পেরিয়ে যায় সময় কখন
স্বপ্ন দেখতে দেখতে ভারি ক্রমশঃ বোঝা
কর্মের বোঝা বইতে বইতে পরিশ্রান্ত জীবন ।

শৈশবে হাঁটতে হাঁটতে শিক্ষার পথ ধরে
রঙ করা পরতে পরতে ষত স্বপ্ন যত সাধ
যৌবনে বোঝা কাঁধে নিতে নিতে ঘাম ঝরে
লড়াইটা আগেভাগে থাক্ আশা-মোহ ফাঁদ।

স্বপ্ন জমাতে জমাতে সংগ্রামী দেহ-মন
গাইতে গাইতে বুঝে নেয় জীবন গড়া
লড়াইয়ে জীবন ,জীবন খোঁজে অনুক্ষণ
তার মাঝে মাঝে যত ঠাঁই নেয় বোঝা-পড়া।

বুদ্ধগয়া ,
১৬/১০/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *