স্বপ্নের ভেলা পত্রিকার সাহিত্য সম্মেলন

মা রটন্তী কালীপূজা উপলক্ষে স্বপ্নের ভেলা সাহিত্য পরিবার বিগত বছর গুলির ন্যায় এ বছরও একটি সাহিত্য পত্রিকার প্রকাশ ও সেই উপলক্ষে একটি সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছিল ।এই অনুষ্ঠানে যোগদান করার জন্য বহু দূর -দূরান্তরের কবিরা সাহিত্যের টানে উপস্থিত হয়েছিল।তারাপীঠ থেকে আগত কবি ডঃআদিত্য মুখোপাধ্যায়,দীনবন্ধু ঘোষ , হাজির ছিলেন আহেলী পত্রিকার সহঃসম্পাদক বলরাম চ্যাটার্জী,অরুণ কুমার সাহা,সকলের জন্য নিউজ চ্যানেলের এডিটর সেখ নিজাম আলম সাহেব, বোলপুর থেকে হাজির ছিলেন দীপশিখা পত্রিকার সহঃসম্পাদক রঞ্জন সরকার, নতুনহাট থেকে আগত লোচন পত্রিকার সম্পাদক রামদুলাল বৈরাগ্য, এছাড়াও তারকেশ্বর থেকে আগত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক দীপংকর পোড়েল,রুচিতা সাও,কুমুদ রঞ্জন মণ্ডল,মৌলি, তমোঘ্না, শান্তনু মুখোপাধ্যায়, বিবেকানন্দ মণ্ডল, হরমোহন মজুমদার, স্বপ্নের ভেলা পত্রিকার যথাক্রমে সভাপতি ও সম্পাদক:-তপন চক্রবর্তী, রাজর্ষি মজুমদার ছাড়াও পরিবারের অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ যথা- দীপংকর বসু,সবিতাব্রত লাহা,পঙ্কজ দাস, বিমান চন্দ্র মল্লিক, সুকুমার ব্যানার্জী, রাজীব বৈরাগ্য, শান্তনু মুখার্জী, অন্তরা মণ্ডল, সেখ আসরাফুল ইসলাম, নিমাই মৃধা, মহাদেব মুখার্জী, সন্তোষ ঘোষ ,শ্রুতি বৈরাগ্য ,দীনবন্ধু পাল, উত্তম ব্যানার্জী, অমল দাস,হেমন্ত ভট্টাচার্য,প্রমিলা সহিত্য সাংসার থেকে আগত -অর্পিতা কর্মকার, রমা খাঁ, অসীমা শীল এছাড়াও বিভিন্ন স্থান থেকে ১৫০ জন কবি সাহিত্যিক যোগাদান করে অনুষ্ঠানটির গৌরব বৃদ্ধি করেছেন।

Post Comment

You May Have Missed