স্বপ্নের ভেলা পত্রিকা (উৎসব সংখ্যা)
সভাপতি-ডাঃ শ্যামল দাস।
সহ সভাপতি-তপন চক্রবর্তী ও সুব্রত শ্যাম।
সম্পাদক-রাজর্ষি মজুমদার।
সহ সম্পাদক-রমা খাঁ।
শতাধিক কবি ও সাহিত্যিক হাজির ছিলেন স্বপ্নের ভেলা সাহিত্য পরিবার নিবেদিত “স্বপ্নের ভেলা” পত্রিকার মোড়ক উন্মোচন এবং কবিতা ও গল্প পাঠের অনুষ্ঠানে।হাজির ছিলেন কলকাতা, ২৪পরগণা,হাওড়া,বীরভূম ও বর্ধমান জেলার কবি-সাহিত্যিকগণ। যথা-অলিপা বসু ,রাজর্ষি মজুমদার, দীনবন্ধু ঘোষ, অঞ্জনা চক্রবর্তী, তপন কুমার চক্রবর্তী, হরমোহন মজুমদার, সুকুমার ব্যানার্জী, শুভঙ্কর চ্যাটার্জী, সন্তোষ ঘোষ, অর্পিতা কর্মকার, মৌসুমী রানা দাস, সবুজ কুমার রানা রুচিতা সাউ, অসীমা শীল, রাজিব বৈরাগ্য, রমা খাঁ, তৃপ্তি চ্যাটার্জী, সুলগ্না নাগ, সেখ আশরাফুল ইসলাম, উত্তম ব্যানার্জী, সুরঞ্জন ঘোষ, উমাচ্ছবি ভট্টাচার্য, কানন হাঁসদা, সুখ কবি, বিশ্বজিৎ মুখার্জি, চিরন্তন দাস, উত্তর বৈদ্য, দীপঙ্কর বসু, প্রতিমা মণ্ডল, দিশানী বসু, মহাদেব মুখার্জী, বিবেকানন্দ মণ্ডল, শান্তনু মুখার্জী, প্রিথা চক্রবর্তী সহ সাহিত্য অনুরাগী শতাধিক ব্যক্তিবর্গ। এ ছাড়াও নাচ, গান, এসরাজ,গীটার বাদন, স্পিকিং ডল এর কৌতুক প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে একটি অন্য মাত্রা যোগ করে। স্বপ্নের ভেলা সাহিত্য পরিবারকে উৎসাহপ্রদান এবং অনুপ্রাণিত করতে
উপস্থিত ছিলেন রটন্তীমাতা পূজা পরিচালকমণ্ডলীর ও গুসকরা পৌরসভা পরিচালকমণ্ডলীর সম্মানীয় বিশিষ্ট শুভানুধ্যায়ী ব্যক্তিগণ।