স্বপ্ন থেকে বাস্তবে
সূচনা গাঙ্গুলী (কলকাতা)
প্রতিদিন নতুন স্বপ্ন
নতুন ভোর আসে
স্বপ্ন দেখা অনেক সহজ
স্বপ্নটা যদি সত্যি হতো ?
মানুষের কথার ঝড়
জীবনটা দেয় ওলট পালট করে
যা ভাবে স্বপ্নে —
তার কণা বিন্দু ও হয় না বাস্তবে।
বাস্তবটা যে মানুষ
সহজে মেনে নিতে পারে
তার জীবনটা অনেক সহজ হয়।
যে বাস্তবটা মেনে নিতে পারেনা
তার ভোগান্তির শেষ থাকে না
শান্তির কথা তো—
ভুলেই যেতে হয় !