স্বপ্ন হলেও সত্যি, প্রত্যন্ত গ্রামে ডিজিটাল ক্লাসরুম
পুলকেশ ভট্টাচার্য,
শহরের প্রত্যেকটি বেসরকারি স্কুলে আছে ডিজিটাল ক্লাসরুম। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিডিওর মাধ্যমে শেখাটাকে মজার বানানো যায়। এতে ছাত্র-ছাত্রীদের খুব সহজে মনে থাকে এই ডিজিটাল ক্লাসরুমে পড়ানো বিষয়গুলি। গ্রামের ছাত্র-ছাত্রীদের কাছে স্বপ্ন তাই এই স্বপ্ন সত্যি করে দেখালো কাটোয়া ২ নং ব্লকের গাজীপুর পঞ্চায়েতের খাসপুর গ্রামে যা কাটোয়া পূর্বচক্রের খাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই ডিজিটাল ক্লাসরুম তৈরি করে এক নজির করে দেখালো। এই ডিজিটাল ক্লাসরুমের নাম এ,পি,জে আব্দুল কালাম ডিজিটাল শ্রেণীকক্ষ। এছাড়া একটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে যার নাম কিশলয়। শিশুরা তাদের যে মনের কথা পিতা-মাতা বন্ধুবান্ধব শিক্ষক-শিক্ষিকার সঙ্গে বলতে পারেনা । সেই কথাটি মাথায় রেখে একটি বাক্স তৈরি করা হয়েছে যেখানে ছাত্র-ছাত্রীরা যে সমস্ত কথা কাউকে বলতে পারেনা লিখিত আকারে সেই বাক্সে ফেলবে এবং সপ্তাহে একটা দিন ওই বাক্স খুলে দেখা হবে ওই বাক্সের নাম দেওয়া হয়েছে মনের ঠিকানা। প্রধান শিক্ষকের এরকম উদ্যোগে খুশি পড়ুয়া থেকে সাধারণ গ্রামবাসী।