স্বয়ং সিদ্ধা
শুভ্রা দাস (কাটোয়া, পূর্ব বর্ধমান)
হে প্রতারক নিষ্ঠুর সমাজ শুনছো তুমি…..?
আজ আমার বাঁচতে গেলে আর কোনো হাত লাগবে না….!
হে নৃশংস মানুষ শুনছো তুমি……….?
আজ আমার কাঁদতে গেলে কোনো কাঁধ লাগবে না….!
হে পৈশাচিক সমাজের নিয়ম কানুন কান খুলে শুনে রাখো,
আমি এখন ভীষন আত্মিক, নিজে নিজেকে বড্ডো বেশি সম্মান করি।
তোমাদের নোংরা কথার বান আমাকে আর স্পর্শ করে না ,
তোমাদের ইশারা আমি আর চোখে দেখি না।
আমি এখন নিজেকে নিজের পায়ে বহন করতে পারি।
তোমরা আমাকে বোঝা করে রাখতে চেয়েছিলে আজীবন,
তোমাদের কুমতলবে জল ঢেলে আমি এখন আগুন হয়েছি,
আমি এখন সব খারাপ কে পুড়িয়ে ছারখার করে,
নিজের শ্বাসে স্বচ্ছ বাতাসকে পরিবাহিত করতে পারি।
শুনছো শুনছো মিথ্যার রঙ ছাপানো মানুষের দল….?
আমি এখন নির্ভীক সেনা হয়ে জীবন যুদ্ধ হাসি মুখে একা জয় করতে জানি।
আজ আমার কোনো হাত লাগবে না, কোনো কাঁধ লাগবে না, নিজের ওজন নিজেই বহন করতে পারি।।